প্রত্যয় || প্রকৃতি ও প্রত্যয়

 প্রত্যয় || প্রকৃতি ও প্রত্যয়

প্রকৃতি: শব্দের যে মূল অংশকে আর বিভাজন করা যায় না বা তার মধ্যে আর কোন ভাববোধক ধ্বনি থাকে না সেই অংশকে প্রকৃতি বলে। প্রকৃতি দুই প্রকার— নাম প্রকৃতিধাতু প্রকৃতি
শব্দের মূল অংশ যদি নামপদকে বোঝালে সেটা নামপ্রকৃতি হবে। যেমন— হাত (নামপ্রকৃতি)+ আ= হাতা।
শব্দের মূল অংশ যদি কোন রকম কাজ করাকে বোঝালে তবে সেই অংশকে ধাতু প্রকৃতি বলে। যেমন— কর্ (ধাতু) + ই (বিভক্তি) = করি।

প্রত্যয়: যেসব ধ্বনি বা ধ্বনিসমষ্টি ধাতু প্রকৃতি ও নাম প্রকৃতির করে সংযুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় প্রত্যয়।



যেমন—
প্রত্যয় দুই প্রকার— কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়

কৃৎ-প্রত্যয়: ধাতু প্রকৃতির পরে যে প্রত্যয় যুক্ত হয় নতুন শব্দ গঠন করে, তাকে বলা হয় কৃৎ-প্রত্যয়। যেমন— √গম্ (ধাতু) + ক্তি (প্রত্যয়) = গতি (কৃদন্ত শব্দ)

√চল্ (ধাতু) + অন্ত (প্রত্যয়) = চলন্ত (কৃদন্ত শব্দ)
কৃৎ-প্রত্যয় যুক্ত শব্দকে কৃদন্ত শব্দ বলে।

তদ্ধিত-প্রত্যয়: শব্দ প্রকৃতি শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে  নতুন শব্দ সৃষ্টি করে, তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন— গঙ্গা (শব্দ প্রকৃতি) + ষ্ণেয় (প্রত্যয়)= গাঙ্গেয় (তদ্ধিতান্ত শব্দ)

তদ্ধিত প্রত্যয় যুক্ত শব্দ গুলিকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। তদ্ধিতান্ত শব্দ বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়।

ধাত্ববয়ব প্রত্যয়: ধাতু বা শব্দের পরে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন ধাতু গঠন করে, তাকে ধাতব প্রত্যয় বলা হয়। যেমন— কর্ (ধাতু) + আ  (ধাত্ববয়ব প্রত্যয়)= করা (ধাতু)
জ্ঞা (ধাতু)+ সন্ (ধাত্ববয়ব প্রত্যয়)= জিজ্ঞাস্ (ধাতু)।

ইৎ: ধাতু বা শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হলে প্রত্যয়ের কিছু অংশ ধাতু বা শব্দের সঙ্গে মিশে যায় এবং বাকি অংশ পায় এই লোপ পাওয়া অংশকে ইৎ বলে।

উপধা: ধাতু বা শব্দের অন্ত্যবর্ণের পূর্ববর্তীবর্ণকে উপধা বলা হয়। যেমন- চল্ ধাতুর অন্ত্যবর্ণ ল্ এর পূর্ববর্ণ চ হল উপধা।

নবীনতর পূর্বতন