Privacy policy

 Privacy policy

 এই আর্টিকেলে sahajexam.in ওয়েবসাইট অথবা অন্যান্য সেবার গোপনীয়তা নীতিমালা (Privacy Policy) বর্ণিত হল। 

 কোনও ইউজারের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সেগুলো বাণিজ্যিক কাজে ব্যবহার করা আমাদের উদ্দেশ্য নয়।
  • সাইটে প্রত্যেকেই নিজ নিজ মন্তব্য ও পোস্ট/কনটেন্টের জবাবদিহিতা/কপিরাইট সংরক্ষণ করবেন। সাইট অ্যাডমিন চাইলে, কমিউনিটির স্বার্থে ক্ষতিকর,ভ্রান্ত মূলক,আপওিজনক/বিভ্রান্তিমূলক কনটেন্ট সম্পাদন করার অধিকার রাখেন এবং তা চাইলেও ডিলেট করে দিতে পারেন।
  • আমরা এই ওয়েবসাইট ও এর সম্ভাব্য আওতাধীন সংশ্লিষ্ট অন্যান্য কনটেন্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করে থাকি। এ ব্যাপারে সবার সহযোগিতা একান্ত কাম্য।কোন প্রকার নোটিশ বা তথ্য আমাদের দিয়ে সাহায্য করতে পারেন।
  • সাইটে যেসমস্থ তৃতীয় পক্ষের বিজ্ঞাপন প্রদর্শিত হয়, সেগুলো আমরা নিজেরাই সংগ্রহ করে থাকি।নির্দিষ্ট কোনো বিজ্ঞাপন সম্পর্কে জানতে চাইলে বি্জ্ঞাপনে ক্লিক করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
    এ সম্পর্কে আপনার বা আপনাদের যেকোনো মতামত বা পরামর্শ জানাতে চাইলে আমাদের Contact Us পেজে যোগাযোগের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।