সরণ (Displacement) || সরণ কাকে বলে?

 সরণ (Displacement)

সরণের সংজ্ঞা : কোনো বস্তুকণা সময়ের সাথে সাথে যখন একটি নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তন করলে, তখন ওই দিকে বস্তুকণার অবস্থান পরিবর্তনের মানকে বস্তুকণার সরণ বলে।

বস্তুকণার প্রাথমিক ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব হল সরণের পরিমাপ এবং এই নির্দিষ্ট অভিমুখ হল সরণের অভিমুখ। সরণ আলোচনা করতে হলে তার পরিমাপ ও অভিমুখ একই সঙ্গে উল্লেখ করতে হয়। যেহেতু সরণের মান অভিমুখ দুই-ই আছে তার সরণ হল একটি ভেক্টর রাশি।

সরণের একক ও মাত্রা

cgs পদ্ধতিতে সরণের একক সেন্টিমিটার
SI পদ্ধতিতে সরণের একক মিটার
সরণের মাত্রা — [ L ]

বস্তুর সরণ নির্ণয়

কোনো একটি বস্তুকণা A বিন্দু থেকে পূর্বদিকে 3 সেন্টিমিটার গিয়ে B বিন্দুতে  পৌঁছে, আবার উত্তর দিকে 4 সেন্টিমিটার গিয়ে C বিন্দুতে পৌঁছলো। বস্তুকণার সরণ হবে— AC ।



সূত্রানুসারে— 
AC²=AB² + BC²
AC= √AB² + √BC²
AC=  √3² + √2²
AC=5 cm

যদি কোনো বস্তুকণা প্রাথমিক অবস্থান থেকে যাত্রা শুরু করে এবং শেষে একই বিন্দুতে অবস্থিত হয় তবে ওই বস্তুকণা সরণের মান শূন্য হয়। সরণের একককে দৈর্ঘ্যের এককে প্রকাশ করা হয়।

নবীনতর পূর্বতন