ইতিহাস প্রশ্ন ও উত্তর
পর্ব- ৩
প্রশ্ন: ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৮৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন: কোথায় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল?
উঃ বোম্বাই-এর গোকুল দাস তেজপাল কলেজের হলে।
প্রশ্ন: বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন মূলত কী নামে খ্যাত?
উঃ স্বদেশি ও বয়কট।
প্রশ্ন: বঙ্গভঙ্গের প্রতিবাদে কে 'রাখি-বন্ধন' উৎসবের ডাক দিয়েছিলেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: 'ডন সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?
উঃ সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
প্রশ্ন: 'বেঙ্গলি' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
উঃ গিরিশচন্দ্র ঘোষ।
প্রশ্ন: 'মিত্রমেলা' পরে কী নামে খ্যাত হয়?
উঃ অভিনব ভারত।
প্রশ্ন: ‘গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?
উঃ লালা হরদয়াল।
প্রশ্ন: কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়?
উঃ ১৯১১ সালে।