কোশ কাকে বলে ? কোশের শ্রেণী বিভাগ

 কোশ কাকে বলে ? কোশের শ্রেণী বিভাগ

কোশ কাকে বলে?

প্রভেদক ভেদ্য পর্দা দিয়ে বেষ্টিত, প্রোটোপ্লাজম দিয়ে গঠিত, প্রজননশীল জীবদেহের গঠন মূলক ও ক্রিয়ামূলক একককে কোশ বলা হয়।


কোশের শ্রেণী বিভাগ

কোশের নিউক্লিয়াসের গঠনের প্রকৃতি অনুসারে কোশকে দু-ভাগে ভাগ করেন। যেমন—(১) প্রোক্যারিওটিক বা আদি নিউক্লিয়াসযুক্ত কোশ এবং (২) ইউক্যারিওটিক বা আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোশ।

প্রোক্যারিওটিক কোশ

যে-কোশের নিউক্লিয়াসের পর্দা ও ক্রোমোজোম থাকে না এবং যে কোশের সাইটোপ্লাজমে পর্দাবৃত কোশ-অঙ্গাণু থাকে না, তাকে প্রোক্যারিওটিক কোশ বলে। যেমন— ব্যাকটেরিয়া, নীলাভ-সবুজ শৈবাল ইত্যাদির কোশ।

প্রোক্যারিওটিক কোশের বৈশিষ্ট্য

(1) প্রোক্যারিওটিক কোশে নিউক্লিও পর্দা থাকে না এবং এই কোশের নিউক্লিয়াস একটি মাত্র ক্রোমোজোম দিয়ে গঠিত যা কোশের সাইটোপ্লাজমের সরাসরি সংস্পর্শে থাকে।

(2) আদি কোশে পর্দাঘেরা কোশ অঙ্গাণু  থাকে না। যেমন— মাইটোকন্ড্রিয়া, গল্গি বডিস, গ্লাসটিভ, সেন্ট্রোজোম, লাইসোজোম প্রভৃতি।

(3) আদি কোশের রাইবোজোম সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে।

(4) এই কোশের ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন (ক্ষারীয় প্রোটিন) থাকে না।

(5) এই কোশ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সংখ্যাবৃদ্ধি করে।

(6) কোশপর্দা ভেতর দিকে প্রবর্ধিত হয়ে মেসোজোম নামক অঙ্গাণু গঠন করে যা শ্বসনে সাহায্য করে।

 (7) কোশের বাইরে কোশপ্রাচীর থাকে যা মিউরিন নামক অ্যামিনো সুগার নিয়ে গঠিত।

(8) কোশীয় কঙ্কাল (মাইক্রোটিউবিল, মাইক্রোফিলামেন্ট) অনুপস্থিত।

 (9) সালোকসংশ্লেষকারী রঞ্জক থাইলাকয়েড বা ক্রোমোটোফোরের মধ্যে থাকে।


ইউক্যারিওটিক কোশ 

যে-কোশে নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয় পর্দা ও ক্রোমোজোমযুক্ত এবং যে কোশের সাইটোপ্লাজমে পর্দাবৃত কোশ-অঙ্গাণু থাকে তাকে ইউক্যারিওটিক কোশ বলে। যেমন—শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, সমস্ত উদ্ভিদকোশ এবং প্রাণীকোশ।

ইউক্যারিওটিক কোশের প্রধান অংশ গুলি হল—কোশ প্রাচীর, কোশ পর্দা, প্রোটোপ্লাজম।

ইউক্যারিওটিক কোশে বা আদর্শ কোশের বৈশিষ্ট্য

(1) আদর্শ কোশের সুগঠিত নিউক্লিয়াসটি নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম ও নিউক্লিওজালক নামে চারটি অংশ নিয়ে গঠিত হয়।

(2) এই কোশের সাইটোপ্লাজমে পর্দাঘেরা নানারকম কোশ অঙ্গাণু (মাইটোকনড্রিয়া, প্লাসটিড) থাকে।

(3) নিউক্লিওপর্দা ও এন্ডোপ্লাজমীয় জালিকার পর্দাগায়ে লেগে থাকে।

(4) ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে।

(5) এই কোশ মাইটোসিস প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে ও মাইটোটিক অ্যাপারেটাস গঠিত হয়।

(6) মেসোজোম গঠিত হয় না এবং মাইটোকনড্রিয়া সবাত শ্বসনে সাহায্য করে।

(7) ইউক্যারিওটিক উদ্ভিদ কোষের কোষপ্রাচীর সেলুলোজ ও পেকটিন দ্বারা গঠিত।

(8) সালোকসংশ্লেষীয় রঞ্জক ক্লোরোপ্লাস্টিডের মধ্যে থাকে।

নবীনতর পূর্বতন