//শ্রীকৃষ্ণকীর্তন//
১: শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়?
উ: ১৯০৯ খ্রিস্টাব্দে
২: শ্রীকৃষ্ণকীর্তন নামটি কার দেওয়া?
উ: বসন্তরঞ্জন রায়।
৩: শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কার বাড়ি থেকে পাওয়া যায়?
উ: শ্রীদেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
৪: বড়ু চন্ডীদাস কোন দেবতার ভক্ত ছিলেন বা সেবক ছিলেন?
উ: বাসুলি দেবতার।
৫: শ্রীকৃষ্ণকীর্তন এর ভাষা কোন যুগের?
উ: আদি মধ্যযুগের ভাষা।
৬: কোন খন্ডের অপর নাম বস্ত্রহরণ খন্ড?
উ: যমুনা খন্ড।
৭: শ্রীকৃষ্ণকীর্তন কোন শতাব্দীতে রচিত।
উ:পঞ্চদশ শতকে।
৮: কার মতে শ্রীকৃষ্ণকীর্তন এর নাম রাখা যেন "কানা ছেলের নাম পদ্মলোচন"।
উ:বিমানবিহারী মজুমদার।
৯: শ্রীকৃষ্ণকীর্তনের কয়টি খন্ড?
উ: তেরোটি খন্ড ।
১০: শ্রীকৃষ্ণকীর্তনকে কে নাট্য গীতিকাব্য বলেছেন।
উ: সুকুমার সেন।
১১: শ্রীকৃষ্ণকীর্তন কে রাধাকৃষ্ণের ধামালি কে বলেছেন?
উ: বিমানবিহারী মজুমদার।
১২: শ্রীকৃষ্ণকীর্তন এর প্রধান চরিত্র কয়টি?
উ: তিনটি- রাধা, কৃষ্ণ এবং বড়াই।
১৩: এই কাব্যের দুটি অপ্রধান চরিত্রের নাম বল?
উ: আইহোন ও রাধার শাশুড়ি।
১৪: চন্ডিদাসের বাড়ি কোথায় ছিল?
উ: বীরভূম জেলার নানুর গ্রামে বা
মতভেদে তার বাড়ি বাঁকুড়ার ছাতনায়।
১৫: শ্রীকৃষ্ণকীর্তন এর পুঁথিটি কত বছরের প্রাচীন?
উ:৪০০ বছর।
১৬: বড়াই সম্পর্কে রাধার কি হয়?
উ: দিদা (মায়ের পিসি)।
১৭: এই কাব্যের প্রধান কাহিনী কোথা থেকে সংগ্রহ করা?
উ: শ্রীকৃষ্ণকীর্তন এর প্রধান কাহিনী ভাগবত থেকে নেওয়া।
১৮: কোন খন্ডে কৃষ্ণ গোপিনীদের বস্ত্রহরণ করে?
উ: যমুনা খন্ড।
১৯: রাখালদাসের মতে শ্রীকৃষ্ণকীর্তন এর পুঁথিতে কয় ধরনের হস্থাক্ষর আছে।
উ: তিন ধরনের।