শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রশ্ন ও উত্তর

 

//শ্রীকৃষ্ণকীর্তন//




১: শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়?

উ: ১৯০৯ খ্রিস্টাব্দে

২: শ্রীকৃষ্ণকীর্তন নামটি কার দেওয়া?

উ: বসন্তরঞ্জন রায়।

৩: শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কার বাড়ি থেকে পাওয়া যায়?

উ: শ্রীদেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়।

৪: বড়ু চন্ডীদাস কোন দেবতার ভক্ত ছিলেন বা সেবক ছিলেন?

উ: বাসুলি দেবতার।

৫: শ্রীকৃষ্ণকীর্তন এর ভাষা কোন যুগের?

উ: আদি মধ্যযুগের ভাষা।

৬: কোন খন্ডের অপর নাম বস্ত্রহরণ খন্ড?

উ: যমুনা খন্ড।

৭: শ্রীকৃষ্ণকীর্তন  কোন শতাব্দীতে রচিত।

উ:পঞ্চদশ শতকে।

৮: কার মতে শ্রীকৃষ্ণকীর্তন এর নাম রাখা যেন "কানা ছেলের নাম পদ্মলোচন"।

উ:বিমানবিহারী মজুমদার।

৯: শ্রীকৃষ্ণকীর্তনের কয়টি খন্ড?

উ: তেরোটি খন্ড ।

১০: শ্রীকৃষ্ণকীর্তনকে কে নাট্য গীতিকাব্য বলেছেন।

উ: সুকুমার সেন।

১১: শ্রীকৃষ্ণকীর্তন কে রাধাকৃষ্ণের ধামালি কে বলেছেন?

উ: বিমানবিহারী মজুমদার।

১২: শ্রীকৃষ্ণকীর্তন এর প্রধান চরিত্র কয়টি?

উ: তিনটি-  রাধা, কৃষ্ণ এবং বড়াই।

১৩: এই কাব্যের দুটি অপ্রধান চরিত্রের নাম বল?

উ: আইহোন ও রাধার শাশুড়ি।

১৪: চন্ডিদাসের বাড়ি কোথায় ছিল?

উ: বীরভূম জেলার নানুর গ্রামে বা

মতভেদে তার বাড়ি বাঁকুড়ার ছাতনায়।

১৫: শ্রীকৃষ্ণকীর্তন এর পুঁথিটি কত বছরের প্রাচীন?

উ:৪০০ বছর।

১৬: বড়াই সম্পর্কে রাধার কি হয়?

উ: দিদা (মায়ের পিসি)।

১৭: এই কাব্যের প্রধান কাহিনী কোথা থেকে সংগ্রহ করা?

উ: শ্রীকৃষ্ণকীর্তন এর প্রধান কাহিনী ভাগবত থেকে নেওয়া।

১৮: কোন খন্ডে কৃষ্ণ গোপিনীদের বস্ত্রহরণ করে?

উ: যমুনা খন্ড।

১৯: রাখালদাসের মতে শ্রীকৃষ্ণকীর্তন এর পুঁথিতে কয় ধরনের হস্থাক্ষর আছে।

উ: তিন ধরনের।

২০: শ্রীকৃষ্ণকীর্তন এর অন্য নাম কী?

উ: শ্রীকৃষ্ণসন্দর্ব্ব বা শ্রীকৃষ্ণসন্দর্ভ।

২১: শ্রীকৃষ্ণকীর্তন এর মোট পদ সংখ্যা কটি?
উ: ৪১৮টি।

২২: শ্রীকৃষ্ণকীর্তনে মোট খন্ডিত পদের সংখ্যা কত?

উ: ৩টি।

২৩: শ্রীকৃষ্ণকীর্তনে খন্ডিত পদ ছাড়া সম্পূর্ণ পদ সংখ্যা কটি?

উ: ৪১৫টি।
২৪: শ্রীকৃষ্ণকীর্তন কত খ্রিস্টাব্দে এবং কোথা থেকে প্রকাশিত হয়?

উ: ১৯১৬খ্রি বসন্তরঞ্জন রায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।

২৫: শ্রীকৃষ্ণকীর্তন এর সংস্কৃত শ্লোক কয়টি?

উ: ১৬১টি।

২৬: এরমধ্যে পুনরাবৃত্ত লোকের সংখ্যা কটি?

উ:২৮টি।

২৭: এবং পুনরাবৃত্ত শ্লোকের সংখ্যা বাদ দিয়ে মোট শ্লোক সংখ্যা কটি?

উ: ১৩৩টি।

২৮: শ্রীকৃষ্ণকীর্তন পুথিটি কোথায় রক্ষিত ছিল?

উ: বনবিষ্ণুপুরের রাজ গ্রন্থাগারে।

২৯: চন্ডীদাসের সাধনসঙ্গিনী কে ছিল?

উ:রামী নাম্নী রজককন্যা।

৩০: মোট চারজন চন্ডীদাসের নাম জানা যায় এই চারজনের নাম গুলি কী কী?

উ: বড়ু চন্ডীদাস,দীন চণ্ডীদাস,অনন্ত বড়ু চণ্ডীদাস।

৩১: শ্রীকৃষ্ণকীর্তন এ রাধার শাশুড়ির নাম কি?

উ: জটিলা।

৩২: শ্রীকৃষ্ণকীর্তন কীর্তন এর রচনা কোন ছন্দে হয়েছিল?

উ:পয়ার ও ত্রিপদী ছন্দে।

৩৩: শ্রীকৃষ্ণকীর্তন কাব্য বড়ু চন্ডীদাসের ভনিতা কবার আছে?

উ:চার বার।




নবীনতর পূর্বতন