ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি।
ভৌত রাশি : যে সব প্রাকৃতিক বিষয়কে পরিমাপ করা যায়, এমন প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে।
যেমন: ভর, দৈর্ঘ্য, সময়, গতিবেগ,ভার, বল ইত্যাদির পরিমাপ করা যায়।
প্রাকৃতিক বা ভৌত রাশিকে দুইভাগে ভাগ করা যায়— (i) স্কেলার রাশি ও (ii) ভেক্টর রাশি।
• স্কেলার রাশি: যেসব রাশিকে প্রকাশ করার জন্য রাশিটির কেবলমাত্র মানই যথেষ্ট কোনো অভিমুখের প্রয়োজন হয় না, এমন রাশিকে বলে স্কেলার রাশি।
যেমন— দৈর্ঘ্য, প্রস্থ, ভর, সময়, আয়তন, উষ্ণতা ইত্যাদি। এদের প্রতিটি রাশিকে প্রকাশ করার জন্য কেবল মানই যথেষ্ট, কোনো অভিমুখের প্রয়োজন হয় না।
• ভেক্টর রাশি: যেসব রাশিকে প্রকাশ করার জন্য রাশিটির মান এবং অভিমুখ উভয়েই প্রয়োজন হয় সেইসব রাশিকে বলে ভেক্টর রাশি।
যেমন— ওজন, বল, বেগ, ত্বরণ, সরণ, ভরবেগ ইত্যাদি। এই রাশি গুলিকে প্রকাশের জন্য মান ও অভিমুখ উভয়ই প্রয়োজন হয়।
স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য:
১/ স্কেলার রাশির মান আছে, কিন্তু অভিমুখ নেই। যেমন— ভর, আয়তন, চাপ, উষ্ণতা, সময়, দ্রুতি, কম্পাঙ্ক, ঘনত্ব, কার্য ইত্যাদি স্কেলার রাশি।
ভেক্টর রাশির ও অভিমুখ দুই-ই আছে। যেমন—ওজন, বল, ত্বরন, ভর, বেগ, সরণ, বেগ, ক্ষেত্রফল ইত্যাদি ভেক্টর রাশি।
২/ একজাতীয় স্কেলার রাশির যোগ ও বিয়োগ বীজগণিতের সাধারণ নিয়মানুসারে হয়।
ভেক্টর রাশির অভিমুখ থাকায় একজাতীয় ভে রাশির যোগ বা বিয়োগ বীজগণিতের সাধা নিয়মানুসারে হয় না।
প্রশ্ন ও উত্তর 📌
১/ বেগ একটি কী রাশি?
উঃ ভেক্টর রাশি।
২/ কোন রাশিকে প্রকাশের জন্য মানের প্রয়োজন হয়?
উঃ স্কেলার রাশির।
৩/ পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে কী বলা হয়?
উঃ রাশি।
৪/ দৈর্ঘ্য কোন রাশি?
উঃ স্কেলার রাশি।