ইতিহাস প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে কয়টি মহাজনপদ ছিল?
উঃ ষোলোটি।
প্রশ্ন: 'মহাজনপদ' শব্দের অর্থ কী?
উঃ বৃহৎ রাজ্য।
প্রশ্ন: মহাজনপদের কোনগুলি প্রজাতন্ত্র রাজ্য?
উঃ বৃজি, কম্বোজ ও মল্ল।
প্রশ্ন: বিম্বিসার কোন্ বংশের রাজা ছিলেন?
উঃ হর্ষঙ্ক বংশের।
প্রশ্ন: বিম্বিসার কে ছিলেন?
উঃ মগধের হর্যঙ্ক বংশীয় শাসক।
প্রশ্ন: অজাতশত্রু কে ছিলেন?
উঃ বিম্বিসারের পুত্র এবং মগধের রাজা।
প্রশ্ন: পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন?
উঃ উদয়ীন বা উদয় ভদ্র।
প্রশ্ন: নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন?
উঃ মহাপদ্মনন্দ।
প্রশ্ন: মহাপদ্ম নন্দ উপাধি কী ছিল?
উঃ একরাট, সর্বক্ষত্রান্তক, দ্বিতীয় পরশুরাম।
প্রশ্ন: নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ ধননন্দ।
প্রশ্ন: অর্থশাস্ত্র কে রচনা করেন?
উঃ কৌটিল্য।
প্রশ্ন: মুদ্রারাক্ষস কার রচনা?
উঃ বিশাখদত্তের।
প্রশ্ন: কথাসরিৎসাগর কার রচনা?
উঃ সোমদেব ভট্টের।
প্রশ্ন: আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন, তখন কে মগধের রাজা ছিলেন?
উঃ ধননন্দ।
প্রশ্ন: মৌর্য বংশ কে প্রতিষ্ঠা করেন?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।
প্রশ্ন: কার সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে বসেন?
উঃ চাণক্য বা কৌটিল্য।
প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন?
উঃ ৩২৪ খ্রিস্টপূর্বাব্দে।
প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন্ গ্রিক দূত ভারতে আসেন?
উঃ মেগাস্থিনিস।
প্রশ্ন: 'ইন্ডিকা' কে রচনা করেন?
উঃ মেগাস্থিনিস।
প্রশ্ন: মেগাস্থিনিস কার দূত হয়ে এদেশে এসেছিলেন?
উঃ গ্রিক রাজ সেলুকাস।
প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্য শেষজীবনে কোন ধর্ম গ্রহণ করেন।
উঃ জৈন ধর্ম।
প্রশ্ন: কোন্ মৌর্য শাসকের উপাধি ছিল অমিত্রঘাত?
উঃ বিন্দুসার।
প্রশ্ন: অশোক কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন?
উঃ ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে।
প্রশ্ন: কোন্ বছর অশোকের রাজ্যাভিষেক হয়?
উঃ ২৬৯ খ্রিস্টপূর্বাব্দে।
প্রশ্ন: মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উঃ অশোক।
প্রশ্ন: কার আমলে তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল?
উঃ অশোক।
প্রশ্ন: মৌর্যদের রাজধানী কোথায় ছিল?
উঃ পাটলিপুত্র।
প্রশ্ন: মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন?
উঃ বৃহদ্রথ।