অভিকর্ষজ ত্বরণ
অভিকর্ষজ ত্বরণ: পৃথিবী বা কোনো গ্রহ, উপগ্রহের উপর থেকে কোনো বস্তুকে তুলে নিয়ে ছেড়ে দিলে বস্তুটি যখন অভিকর্ষের প্রভাবে নীচে পড়তে থাকে, সময়ের সাথে সাথে ঐ বস্তুটির বেগ বৃদ্ধির হারকে বলে পৃথিবী বা ঐ গ্রহ, উপগ্রহের অভিকর্ষজ ত্বরণ।
অভিকর্ষজ ত্বরণ 'g' অক্ষর দ্বারা প্রকাশ করা হয়।
অভিকর্ষজ ত্বরণের মাত্রা LT−2
অভিকর্ষজ ত্বরণের একক ms−2 ।
পৃথিবীপৃষ্ঠে ‘g-এর গড় মান
cgs পদ্ধতিতে g = 981 সেমি/সেকেন্ড² ।
fps পদ্ধতিতে g = 32 ফুট/সেকেন্ড² ।
SI পদ্ধতিতে g = 981 মিটার/সেকেন্ড² ।
পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান
(১) পৃথিবী-পৃষ্ঠ থেকে উচ্চতা বাড়তে থাকলে অভিকর্ষজ ত্বরণের মান কমে যায়। তাই পাহাড়ের চূড়া উঁচুতে অবস্থানের কারণে সেখানে অভিকর্ষজ ত্বরণ, ‘g’-এর মান পৃথিবী-পৃষ্ঠ থেকে কম হয়।
(২)পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হয়।
(৩) ভূ-পৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায় ‘g’-এর মান ততই কমতে থাকে। তাই খনিগর্ভে ‘g’-এর মান কম হয়।
(৪) পৃথিবীর কেন্দ্র থেকে মেরুদ্বয়ের দূরত্ব দূরত্ব নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব থেকে কম। তাই মেরু অঞ্চলে 'g'-এর মান অপেক্ষাকৃত বেশি হয়। নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে অপেক্ষাকৃত বেশি হওয়ায় 'g'-এর মান কমে যায়।