শ্বসন প্রশ্ন ও উত্তর

শ্বসন প্রশ্ন ও উত্তর

১/ সবাত শ্বসন সম্পন্ন হয় না এরকম একটি জীবের উদাহরণ দাও।
উঃ ঈস্ট (ছত্রাক), কৃমি।

২/ কোন্ প্রাণীর 'ত্বক' প্রধান শ্বসন অঙ্গের কাজ করে?
উঃ কেঁচো।

৩/ আরশোলার শ্বাস অঙ্গের নাম কী?
উঃ দশজোড়া শ্বাসছিদ্র ও শ্বাসনালী বা ট্রাকিয়া।

৪/ শ্বসন কী জাতীয় বিপাকক্রিয়া?
উঃ অপচিতি বিপাক ক্রিয়া।

৫/ অবাত শ্বসন কোশের কোথায় ঘটে?
উঃ কোশের সাইটোপ্লাজমে।

৬/ মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কী?
উঃ কোশীয় শ্বসন পরিচালনার মাধ্যমে ATP উৎপাদন ও শক্তির নির্ধর্গমন।

৭/ ব্যাঙাচির শ্বাসযন্ত্রের নাম কী?
উঃ ফুলকা (বহিঃফুলকা ও অন্তঃফুলকা)।

৮/ দুটি অঙ্গের নাম করো যা প্রাণীর শ্বাসকার্যে সাহায্য করে?
উঃ ফুসফুস (স্থূলজ পরিবেশে) ও ফুলকা (জলজ পরিবেশে)।

৯/ সবাত শ্বসনের প্রধান দুটি পর্যায়ের নাম করো।
উঃ গ্লাইকোলাইসিস এবং ক্রেবসচক্র।

১০/ ডলফিনের শ্বাসঅঙ্গের নাম কী?
উঃ ফুসফুস।

১১/ একটি প্রাণীর নাম কর যা জল ও বায়ু উভয় পরিবেশেই শ্বাসকার্য করতে পারে?
উঃ কই মাছ।

১২/ কোন্ উদ্ভিদে শ্বাসমূল আছে?
উঃ সুন্দরী, গরান।

১৩/ কোন শ্রেণির প্রাণীর শ্বাসজলা ট্রাকিয়া?
উঃ পতঙ্গা শ্রেণির প্রাণীদের শ্বাস অঙ্গ ট্রাকিয়া।
১৪/ মানুষের শ্বাস‌অঙ্গ কোনটি?
উঃ ফুসফুস।

১৫/ অতিরিক্ত শ্বসন আছে এমন দুটি মাছের নাম কী কী?
উঃ ক‌ই, মাগুর।

১৬/ ফুসফুসের আবরণীর নাম কী?
উঃ প্লুরা।

১৭/ কোন প্রাণীর ফুসফুসের সঙ্গে এয়ার স্যাক (অতিরিক্ত বায়ুথলি) যুক্ত থাকে?
উঃ পায়রার।

১৮/ এমন একটি জলজ প্রাণীর উদাহরণ দাও যাকে সরাসরি বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করতে হয়?
উঃ তিমি মাছ।

১৯/ একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে কতবার শ্বাসকার্য চালায়?
উঃ মিনিটে 14-18 বার (শিশুদের শ্বসনহার অপেক্ষাকৃত বেশি মিনিটে 45–50 বার)।

২০/ পায়রার দেহে বায়ুথলি বা এয়ার স্যাকের সংখ্যা কটি ?
উঃ ৯টি।

২১/ মেরুদন্ডী প্রাণীদের একটি শ্বাস রঞ্ঝকের উদাহরণ দাও?
উঃ হিমোগ্লোবিন।

২২/ অমেরুদণ্ডী প্রাণীদের একটি শ্বাস-রঞ্ঝকের উদাহরণ দাও।
উঃ হিমোসায়ানিন।

২৩/ মশার লার্ভা কীসের সাহায্যে শ্বাসকার্য চালায়?
উঃ শ্বাসনালী ফুলকা।

২৪/ বহিঃফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন্ প্রাণী?
উঃ ব্যাঙাচী।

২৫/ বুক লাঙ (Book Lung) কার শ্বাস অঙ্গ?
উঃ মাকড়সা ও কাঁকড়াবিছা।

২৬/ কোন প্রাণীর প্রধান শ্বাসঅঙ্গ ত্বক?
উঃ কেঁচো।

২৭/ কোষের শক্তিঘর কাকে বলে?
মাইটোকন্ড্রিয়াকে।

Post a Comment

নবীনতর পূর্বতন