বাক্য কাকে বলে || বাক্যের কয়টি অংশ ও কী কী

 বাক্য কাকে বলে? বাক্যের কয়টি অংশ ও কী কী? 

বাক্য: এক বা একাধিক পদ বা পদসমষ্টির দ্বারা যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা হয় তখন তাকে বাক্য বলে

যেমন তুমি আমাকে একটি কলম দাও

এই বাক্যে মোট পাঁচটি পদের সাহায্যে মনের ভাব প্রকাশ করা হল এই পাঁচটি পদকে সাজিয়ে বাক্য তৈরি করা হল বাক্য ভাষার বৃহত্তম একক বহুপদের দ্বারা যেমন বাক্য গঠিত হতে পরে তেমনই একটি পদের সাহায্যেও বাক্য গঠিত হতে পারে

একপদের বাক্য: এসো, বসো, দেখো, থাকো, যাই, খাই ইত্যাদি

বহুপদের বাক্য: আমি দশম শ্রেণীতে পড়ি


বাক্যের দুটি অংশ– উদ্দেশ্য ও বিধেয়। 

উদ্দেশ্য: বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে

যেমনবিরাট ভালো ক্রিকেট খেলে

এই বাক্যে বিরাট হল উদ্দেশ্য মূলত বাক্যের কর্তাই হল উদ্দেশ্য কর্তা যখন উহ্য থাকে, তখন ক্রিয়াকে কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হল উদ্দেশ্য

বিধেয়: উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয়, তাকে বিধেয় বলে

যেমনবিরাট ভালো ক্রিকেট খেলে

এই বাক্যে বিরাট সম্পর্কে কিছু বলা হয়েছে তাই ভালো ক্রিকেট খেলে হল বিধেয় বিধেয় অংশের মুল হল ক্রিয়াপদ

Post a Comment

নবীনতর পূর্বতন