পদ ও পদের প্রকারভেদ

 পদ ও পদের প্রকারভেদ

 পদ: যেসব শব্দ বা ধাতু বিভক্তিযুক্ত হয়ে বাক্যে স্থানলাভ করে, সেইসব শব্দ বা ধাতুকে পদ বলা হয়।
শব্দে অ, এ, কে, র প্রভৃতি কোনো অংশ যোগ করলে শব্দটি পদ হয়ে ওঠে এবং বাক্যে স্থানলাভ করে। ধাতুর সঙ্গে ধাতুবিভক্তি যোগ করে যে পদটি পাওয়া যায় তার দ্বারা কাজ করা বোঝায়, সেটিই হল ক্রিয়া পদ। ক্রিয়াপদ ছাড়া বাক্যের অন্যান্য পদগুলো হল নামপদ।

পদ প্রধানতঃ দুই প্রকার— নামপদক্রিয়াপদ

নামপদ: যেসমস্ত শব্দের সঙ্গে শব্দবিভক্তি যুক্ত হয় সেগুলো হল নামপদ।

ক্রিয়াপদ: ধাতুর সঙ্গে ধাতুবিভক্তি যোগ করে কাজ করা বোঝালে, সেই পদকে ক্রিয়াপদ বলে।

নামপদকে চারটি ভাগে ভাগ করা যায়– বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়

নামপদের বিভক্তিহীন মূল অংশটি যেমন শব্দ, ক্রিয়াপদের বিভক্তিহীন মূল অংশটি তেমনি ধাতু। যতক্ষণ না শব্দকে শব্দবিভক্তিযোগে নামপদে এবং ধাতুকে ধাতুবিভক্তিযোগে ক্রিয়াপদে পরিণত করা হয়, ততক্ষণ‌ বাক্যে  স্থান লাভ হয় না।

নবীনতর পূর্বতন