লীন তাপ (Latent heat) : যে তাপ বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটায় তাকে বোধগম্য তাপ বলে। কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য পদার্থটি যে তাপ গ্রহণ বা বর্জন করে সেই তাপের বাহ্যিক প্রকাশ ঘটে না। সেই তাপকে লীন তাপ বলে।
সংজ্ঞা : উষ্ণতা অপরিবর্তিত রেখে একক ভরের কোনো পদার্থের অবস্থার সম্পূর্ণ পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ অথবা নিষ্কাশন করতে হয়, সেই তাপকে ওই পদার্থের লীন তাপ বলে।
C. G. S. এবং S. I. পদ্ধতিতে লীন তাপের একক যথাক্রমে ক্যালোরি/গ্রাম এবং জুল/কিগ্রা। C. G. S এবং S. I. পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ যথাক্রমে 80 ক্যা./গ্রা. এবং 3-31×10* জুল/কিগ্রা।
বরফ গলনের লীনতাপ 80 ক্যা./গ্রা. আমরা বুঝি, প্রমাণ চাপে 0°C উষ্ণতায় । গ্রাম বরফকে 80 ক্যা. তাপ দিলে সেটি 0°C উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হয়। আবার, জলের বাষ্পীভবনের লীনতাপ বা স্টিমের লীন তাপ 537 ক্যালোরি/গ্রাম। অর্থাৎ, 100°C উষ্ণতায় 1 গ্রাম জলকে 100°C উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ প্রয়োজন। সুতরাং, 100°C তাপমাত্রায় 1 গ্রাম জল ও ওই তাপমাত্রায় 1 গ্রাম স্টিমের অন্তর্নিহিত তাপ সমান নয়। স্টিমের তাপ জলের তাপ অপেক্ষা অনেক বেশি। জল অপেক্ষা স্টিমে বেশি তাপ থাকায়, 100°C স্টিমে হাত যতটা পুড়বে ওই উষ্ণতার ফুটন্ত জলে ততটা পুড়বে না।