DNA কাকে বলে?
যে নিউক্লিক অ্যাসিড ডি-অক্সিরাইবোজ শর্করা দিয়ে তৈরি, সেই নিউক্লিয়াসের অ্যাসিড জিন গঠন করে জীবদেহের জৈবিক কার্য ও বংশগত বৈশিষ্ট্য পুরুষানুক্রমে বহন করে তাকে DNA বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বলে।
সমস্ত জীবকোশে DNA থাকে। DNA প্রধানত ক্রোমোজোমে থাকে। এছাড়া মাইটোকনড্রিয়া ও ক্লোরোপ্লাসটিডের ধাত্র এবং সেন্ট্রিওলের মধ্যেও DNA থাকে। এছাড়া প্যারামেশিয়াম ও ফার্মের সাইটোপ্লাজমে DNA থাকে।
DNA এর প্রকারভেদ
প্রত্যেক DNA অণু সুতোর মতো দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দ্বারা গঠিত। পলিনিউক্লিওটাইড এক একটি নিউক্লিওটাইড দ্বারা গঠিত। প্রতিটি নিউক্লিওটাইড আবার প্রধান তিন প্রকার উপাদান – (i) নাইট্রোজেনযুক্ত ক্ষারক, (ii) শর্করা (iii) ফসফোরিক অ্যাসিড দিয়ে গঠিত।
ক্রোমোজোম সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
নাইট্রোজেনযুক্ত ক্ষারক দুই শ্রেণির—পিউরিন ও পিরিমিডিন। পিউরিন ক্ষারক অ্যাডিনিন ও গুয়ানিন নামে দু-রকমের এবং পিরিমিডিন ক্ষারক থাইমিন ও সাইটোসিন নামে দু-রকমের থাকে। DNA-তে ডি-অক্সিরাইবোজ নামে শর্করা থাকে।
DNA -এর দ্বিতন্ত্রী গঠন
1953 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্রিক এবং ওয়াটসন DNA-র গঠন-সংক্রান্ত নকশা দ্বিতন্ত্রী নামে প্রকাশ করেন। এই নকশা অনুসারে প্রতিটি DNA অণু দুটি পলিনিউক্লিওটাইড তন্তু দিয়ে গঠিত। এই দুটি পলিনিউক্লিওটাইড তন্তু ঘোরানো সিঁড়ির মতো একটি অক্ষের চারদিকে একে অপরকে পেঁচিয়ে অবস্থান করে। প্রতিটি পলিনিউক্লিওটাইড তন্তুর মূল দেহটি, অর্থাৎ ঘোরানো সিঁড়ির হাতল দুটি পাঁচটি ডি-অক্সিরাইবোজ শর্করা এবং ফসফেট নিয়ে গঠিত। সিঁড়ির ধাপগুলি নাইট্রোজেনযুক্ত ক্ষারক দ্বারা গঠিত এবং নির্দিষ্ট রীতিতে সজ্জিত থাকে। অ্যাডিনিন (A) সবসময় থাইমিন (T) -এর সঙ্গে দুটি হাইড্রোজেন বন্ধন দ্বারা এবং গুয়ানিন (G) সবসময় সাইটোনিন (C)-এর সঙ্গে তিনটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। DNA-তে নির্দিষ্ট অক্ষের চারদিকে দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের একটি সম্পূর্ন প্যাঁচের (360°) মধ্যে দূরত্ব হল 34Ȧ (অ্যাংস্ট্রম) এবং এর মধ্যে দশটি ধাপ থাকায় পরপর দুটি ধাপের অন্তবর্তী দূরত্ব 3:4Ȧ (অ্যাংস্ট্রম)।