সবুজ বিপ্লব কাকে বলে ? সবুজ বিপ্লবের উপাদান গুলি আলোচনা করো ?
সবুজ বিপ্লব উপাদানগুলি : সবুজ বিপ্লবের বিভিন্ন উপাদানগুলিকে নিম্নে আলোচনা করা হল— (i) উচ্চফলনশীল বীজ (HYV): উচ্চফলনশীল বীজের প্রধান বৈশিষ্ট্যগুলি হল—এগুলি রাসায়নিক সার প্রয়োগের ফলে উচ্চ হারে ফলন দেয়, পরিণত শস্যে পরিণত হতে সময় কম লাগে, দ্বৈত-শস্য উৎপাদনে সাহায্য করে, প্রতিকূল আবহাওয়াতেও খাপ খাইয়ে নিতে পারে এবং সর্বোপরি, এদের লম্বা পাতা সালোকসংশ্লেষে খুব সাহায্য করে।
(ii) সেচ : সেচ হল দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান। উচ্চফলন বীজ (HYV) থেকে উত্তম ফলন পেতে হলে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে জল। নিয়মিত ও নিশ্চিত জলের যোগান শুধুমাত্র উৎপাদন বৃদ্ধি করে তা নয়, উৎপাদনে স্থিতিশীলতাও বজায় রাখে। আমাদের বৃষ্টিপাতের পরিমাণ হল অনিয়মিত, মরশুমি এবং তাই নির্ভরযোগ্য নয়। সেই কারণে ‘সবুজ বিপ্লবের' প্রয়োজনীয়তা পূরণ করার জন্য দরকার উত্তম সেচ ব্যবস্থা।
(iii) রাসায়নিক সারের ব্যবহার : তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান হল রাসায়নিক সারের ব্যবহার। বাস্তবে, উচ্চফলনশীল বীজ থেকে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন পেতে হলে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে সেচের জল ও রাসায়নিক সার। যেহেতু অধিকাংশ আবাদযোগ্য জমি চাষের আওতায় নিয়ে আসা হয়েছিল সেইহেতু খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজন ছিল একই জমিতে বহুফসলি চাষ। এর জন্য মূলত প্রয়োজন ছিল 'ত্রি উপকরণ’; উচ্চফলনশীল বীজ, সেচ ও রাসায়নিক সার।
(iv) কীটনাশক ওষুধের ব্যবহার : পর্যাপ্ত পরিমাণে সেচ, রাসায়নিক সার ব্যবহার করে সবুজ বিপ্লবের আশীর্বাদে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পেলেও আগাছা, পোকামাকড়, মড়ক ইত্যাদি সমস্যার উদ্ভব হয়েছিল। এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে দরকার ছিল যথাযথ কীটনাশক প্রয়োগ।
(v) উৎপাদন পদ্ধতি : উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করার ফলে যেহেতু কম সময়ে অধিক ফলন পাওয়া যায়, সেহেতু প্রয়োজন একই জমিতে বছরে একের অধিক ফসল চাষ করার। সেজন্য দরকার দ্রুততার সঙ্গে প্রথমবার চাষ করা, যাতে দ্বিতীয়বার চাষ করার ক্ষেত্রে জমিটি তৈরি থাকে। উন্নত চাষের পদ্ধতির সাহায্যে এটা করা সম্ভব।