ইতিহাস প্রশ্ন ও উত্তর

 ইতিহাস প্রশ্ন ও উত্তর



১/ দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন?

উঃ ইব্রাহিম লোদি।

২/ ‘পাগলা রাজা’ কে নামে পরিচিত?

উঃ মহম্মদ বিন তুঘলক।

৩/ কবে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়?

উঃ ১৫৫৬ খ্রিস্টাব্দে।

৪/ বাবরনামা কে রচনা করেন?

উঃ বাবর।

৫/ ভারতের শেষ মুঘল বাদশাহ কে ছিলেন?

উঃ দ্বিতীয় বাহাদুর শাহ।

৬/ দীন-ই-ইলাহির প্রবর্তক করেন কে?

উঃ আকবর।

৭/ আকবরনামা গ্রন্থের লেখক কে?

উঃ আবুল ফজল।

৮/ আগ্রায় মোতি মসজিদ কে নির্মাণ করেন?

উঃ শাহজাহান।

৯/  কোথায় কংগ্রেসের প্রথম সভা অনুষ্ঠিত হয়?

উঃ বোম্বে।

১০/ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

উঃ ডব্লিউ সি ব্যানার্জি।

১১/ কবে প্রথম ‘পূর্ণ স্বরাজ’ দিবস পালিত হয়?

উঃ ২৬ শে জানুয়ারির ১৯৩০ খ্রিস্টাব্দে।

১২/ জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড কবে সংগঠিত হয়?

উঃ ১৯১৯ খ্রিস্টাব্দে।

১৩/ কোথায় আজাদ হিন্দ ফৌজ প্রথম গঠিত হয়েছিল?

উঃ সিঙ্গাপুর।

১৪/ গদর পার্টি কোথায় গঠিত হয়েছিল?

উঃ সান ফ্রান্সিস্কো।

১৫/কে ‘ইনক্লাব জিন্দাবাদ’ স্লোগান দিয়েছিলেন?

উঃ ভগৎ সিং।

১৬/ বঙ্গভঙ্গ কত খ্রিস্টাব্দে কার্যকর হয়?

উঃ ১৯০৫ খ্রিস্টাব্দে।

১৭/ কে ‘ফরওয়ার্ড ব্লক’ প্রতিষ্ঠা করেন?

উঃ সুভাষচন্দ্র বসু।

১৮/ অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে?

উঃ প্রমথনাথ মিত্র।

১৯/ কোন আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলনকে যুক্ত করা হয়?

উঃ অসহযোগ আন্দোলন।

২০/ অসহযোগ আন্দোলন কবে শুরু হয়?

উঃ ১৯২০ খ্রিস্টাব্দে।

২১/ ‘চল্লিশ চক্র’ কে ধ্বংস করেন?

উঃ গিয়াসউদ্দিন বলবন।

২২/ আনন্দমঠ বইটির লেখক কে?

উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

২৩/ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?

উঃ লর্ড ডাফরিন।

২৪/ নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ মহাপদ্মনন্দ।

২৫/ পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উঃ দেবপাল।



নবীনতর পূর্বতন