মেহেরগড় সভ্যতা

 মেহেরগড় সভ্যতা




 ভারতের প্রাচীনতম গ্রামীণ সভ্যতা হল প্রাগৈতিহাসিক নব্য প্রস্তর যুগের মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতার ক্রমবিকাশের কাল হল ৭,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১,৮০০ খ্রিস্টপূর্বাব্দ। এই সভ্যতা ছিল নব্য প্রস্তর যুগের সভ্যতা।

এই সভ্যতা  প্রাক্‌-হরপ্পা যুগের গ্রামীণ সভ্যতা।

 মেহেরগড় সভ্যতা বর্তমান পাকিস্তানের বালুচিস্তানের  বোলান নদীর তীরে (বোলান গিরিপথের কাছে এবং কোয়েটা শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে ৫০০ একর এলাকা জুড়ে) অবস্থিত। ১৯৭৪ খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নবিজ্ঞানী ফ্রাঁসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন।

 গ্রামীণ মেহেরগড় সভ্যতার অধিবাসীরা সাধারণত রোদে শুকোনো সমান মাপের ইট দিয়ে বা পাথরের ওপর পাথর চাপিয়ে বাড়ি তৈরি করত।

 অধিবাসীদের জীবিকা শিকার, পশুপালন ও চাষবাস ছিল মেহেরগড়বাসীর জীবিকা।

সভ্যতার প্রথম পর্যায়ে তারা ছিল খাদ্য সংগ্রহকারী একটি যাযাবর গোষ্ঠীবিশেষ। পরবর্তী পর্যায়ে তারা ক্রমশ কৃষিকেন্দ্রিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে ওঠে। যব, গম, বার্লি ও তুলো ছিল সে যুগের উৎপাদিত ফসল। 


মেহেরগড়বাসী মৃৎশিল্প ও হস্তশিল্পে পারদর্শী ছিল। তখনকার মাটির তৈরি পাত্রগুলি ছিল বৈচিত্র্যমণ্ডিত, আকারে বড়ো এবং বিভিন্ন রঙে রাঙানো। পোড়ামাটি তৈরি নারীপুরুষের মূর্তিগুলি নান্দনিক। পোড়ামাটির তৈরি সিলমোহরও তারা তৈরি করতে শিখেছিল।

 এই সভ্যতায় বহির্বাণিজ্যেরও বিস্তার ঘটেছিল। পশ্চিম এশিয়া থেকে কুমোরের চাকা আমদানি করা হত বলে অনুমান করা হয়। আফগানিস্তান, ইরানের সঙ্গেও যে ব্যাবসাবাণিজ্য চলত তার প্রমাণ পাওয়া গেছে।

 মেহেরগড়ের অধিবাসীদের সমাধি প্রথা, তুলো চাষ, তামা ও সিলমোহরের ব্যবহার প্রমাণ করে যে মেহেরগড়ের গ্রামীণ সভ্যতা ধীরে ধীরে নগরকেন্দ্রিক হরপ্পা সভ্যতায় উন্নীত হয়েছিল।  মেহেরগড়ের আবিষ্কার ভারতীয় সভ্যতার ইতিহাসে এক নতুন দিগন্তের সন্ধান দিয়েছে।

  হরপ্পা সভ্যতা জানতে ক্লিক করুনClick

 প্রশ্ন ও উত্তর:

১/ মেহেরগড় কোথায় অবস্থিত?

উঃ বালুচিস্তানের বোলান নদীর তীরে।

২/ কত খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়।

উঃ ১৯৭৪ খ্রিস্টাব্দে।

৩/ কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন?

উঃ জাঁ ফ্রাঁসোয়া জারিজ।

৪/ ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা কোনটি?

উঃ মেহেরগড় সভ্যতা।

৫/ মেহেরগড় সভ্যতার দুটি বৈশিষ্ট্য কী?

উঃ (ক) এই সভ্যতা ছিল নব্য প্রস্তর যুগের সভ্যতা।

(খ) এই সভ্যতা ছিল প্রাক্‌-হরপ্পা যুগের গ্রামীণ সভ্যতা।

৬/ মেহেরগড় সভ্যতা কী ধরনের সভ্যতা?

উঃ কৃষিভিত্তিক নব্যপ্রস্তর যুগের সভ্যতা।

নবীনতর পূর্বতন